‘রঙিলা কিতাব’ সিরিজে অসাধারণ অভিনয়ের স্বীকৃতি হিসেবে সম্প্রতি ‘ব্লেন্ডারস চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ড ২০২৪’-এ সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন চিত্রনায়িকা পরীমনি। অনম বিশ্বাস পরিচালিত হইচই অরিজিনাল এই সিরিজ মুক্তির পর থেকেই প্রশংসা কুড়িয়েছিলো। দর্শকের পছন্দে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত পরীমনি। সোশ্যাল মিডিয়ায় দেওয়া তার পোস্টগুলোতেও ফুটে উঠেছে সেই আনন্দ। মঙ্গলবার সকালে শেয়ার করা এক পোস্টে তাকে দেখা যায় নিজের দুই সন্তানের সঙ্গে পুরস্কারের ক্রেস্ট ভাগ করে নিতে। ছবিগুলোতে হাস্যোজ্জ্বল পরীর দুই বাহুডোরে সন্তানদের সঙ্গে পুরস্কারটিও ধরা আছে। ক্যাপশনে পরীমনি লেখেন, “এখন আমার ঘরের দরজা খুলে দেওয়ার মানুষ তারা। নানাভাই মারা যাওয়ার পর আর কেউ আমার ঘরে ফেরার জন্য এভাবে অপেক্ষা করত না। গতকাল রাতে যখন আমি অ্যাওয়ার্ড...