ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে জয়ী হয়েছে আজিজ-মনির-বজলু পরিষদ। প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় এই প্যানেল। ঢাকা ওয়াসা ভবনে নির্বাচন কমিশনার মোঃ কামাল উদ্দিনের নেতৃত্বে সহকারী নির্বাচন কমিশনার মোঃ হারুনর রশিদ ও মোঃ আক্তারজ্জামান নির্বাচন পরিচালনা করেন। এসময় শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক ফিরোজুর রশিদের নেতৃত্বে অপর সহকারী পরিচালক আসাদুজ্জামান, শ্রম কর্মকর্তা কে.এম. শহিদ, মোঃ নাজিম উদ্দিন ও মোখলেছুর রহমান নির্বাচনী কার্যক্রমে উপস্থিত ছিলেন। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হয়েছেন মোঃ আজিজুল আলম খান, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন পাটোয়ারী এবং সাংগঠনিক সম্পাদক বজলুল করিম। ফলাফল ঘোষণার পর...