এশিয়া কাপ ২০২৫ শুরু হলো এক ভিন্ন আমেজে—ট্রফি উন্মোচিত হলো দুবাইয়ে, অথচ বেশিরভাগ ম্যাচ বসছে আবুধাবিতে। এর মধ্যেই ক্রিকেটারদের মধ্যে খানিক অস্বস্তি দেখা দিয়েছে, যদিও সরাসরি সমালোচনায় না গিয়ে সবাই কূটনৈতিক ভঙ্গিতে কথাগুলো বলছেন। আফগানিস্তানের তারকা লেগস্পিনার রশিদ খান প্রথমেই ইঙ্গিত দিলেন অসন্তোষের। দুবাইয়ে আয়োজিত ট্রফি উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, “এটা আদর্শ পরিস্থিতি নয়—আমরা নিজেদের মধ্যেই এ নিয়ে আলোচনা করছিলাম। তবে মাঠে নামার পর পেশাদার ক্রিকেটার হিসেবে মানিয়ে নেওয়া ছাড়া উপায় নেই।” তার বক্তব্যে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ও বাংলাদেশ অধিনায়ক লিটন দাস সম্মতির হাসি ছড়িয়ে দিলেন। তবে বাস্তবতা হলো, ১২টি গ্রুপ পর্বের ম্যাচের মধ্যে সাতটিই হবে আবুধাবিতে—যেখানে আফগানিস্তান ও বাংলাদেশের সব ম্যাচ গড়াবে। অন্যদিকে পাকিস্তানের সব ম্যাচ বসবে দুবাইতে। সেখানে আরও দুটি ম্যাচ খেলবে ভারত, দুটি ম্যাচ খেলবে স্বাগতিক...