বেশিরভাগ মানুষের ধারণা, এ ধরনের আসক্তি সাধারণত তরুণদের মধ্যে বেশি দেখা যায়। তবে বড়রাও এই ‘দৌড়ে’ পিছিয়ে নেই। তারাও সামাজিক যোগাযোগ মাধ্যম আসক্তির সমস্যায় পড়েছেন। ১৯৪৬ থেকে ১৯৬৪ সালের মধ্যে যাদের জন্ম তাদেরকে বেবি বুমার প্রজন্ম বলা হয়। এদের বয়স এখন ৬১ থেকে ৭৯ বছর চলছে। ‘অ্যাডিকশনরিসোর্স ডটনেট’ প্রতিবেদনে লিখেছে, তাদের জরিপে অংশ নেওয়া মানুষদের মধ্যে বেশিরভাগই বেবি বুমার প্রজন্ম। এ প্রজন্মের ৫০ শতাংশ মানুষ বলেছেন, প্রতিদিন তিন ঘণ্টার বেশি সময় স্মার্টফোনে কাটান তারা। যার মধ্যে প্রায় ২০ শতাংশ মানুষ আবার দিনে ৫ ঘণ্টারও বেশি সময় ফোনে থাকেন। প্রাপ্তবয়স্ক বা বয়স্কব্যক্তিদের ফোন-টিভি-কম্পিউটার মিলিয়ে অবসর কাটানো বা বিনোদনের জন্য স্ক্রিনে তাকিয়ে থাকার সময় দুই ঘণ্টার কম হলে ভালো হয়। তবে অনেকেই এর চেয়ে অনেক বেশি সময় ব্যয় করছেন বলে প্রতিবেদনে লিখেছে...