আলেকসান্দার ইসাকের দলবদল নিয়ে নাটক কম হয়নি। সেই অধ্যায় শেষে কোসোভোর বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথমবারের মতো চলতি মৌসুমে মাঠে নামেন তিনি। পূর্ণ মনোযোগ নিয়ে আবারও ফুটবলে ফিরতে পেরে ভীষণ খুশি সুইডেনের এই তারকা স্ট্রাইকার। দলবদলের ইচ্ছা নিয়ে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে দ্বন্দ্বে জড়ান ইসাক। ইংলিশ ক্লাবটির বিরুদ্ধে প্রতিশ্রুতি ভাঙার অভিযোগও করেন তিনি। নিউক্যাসল সেটির জবাবও দেয়। দুই পক্ষের সম্পর্কের অবনতি হয় চরমভাবে। তারপরও ইসাককে ধরে রাখতে মরিয়া ছিল নিউক্যাসল। কিন্তু ২৫ বছর বয়সী তারকার মন উঠে গিয়েছিল সেন্ট জেমস পার্ক থেকে। অনেক টানাপোড়েনের পর এবারের গ্রীষ্মের দলবদলের একেবারে শেষ দিনে লিভারপুলে যোগ দেন তিনি। সাড়ে ১২ কোটি পাউন্ডে ইসাককে চুক্তিভুক্ত করে লিভারপুল। যা ব্রিটিশ ট্রান্সফার ফির নতুন রেকর্ড। আর এর মধ্যে দিয়ে শেষ হয় এবারের গ্রীষ্মের দলবদলের সময় জুড়ে চলা নাটকীয়তার।...