কর নথিতে প্রায় দেড় হাজার বিলাসবহুল গাড়ির তথ্য দেখানো হয়নি। রাজস্ব ফাঁকি দেয়া হয়েছে প্রায় হাজার কোটি টাকার। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) কার্যক্রমে উঠে এসেছে এসব তথ্য। কর আদায়ে এসব গাড়ির মালিক বা প্রতিষ্ঠানের নথি পর্যালোচনা করে আয়কর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে সিআইসি। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত গত পাঁচ করবর্ষে বিলাসবহুল গাড়ির মালিকানা নিয়ে বিআরটিএ থেকে তথ্য সংগ্রহ করেছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। সংস্থাটি দেশজুড়ে মোট ৫ হাজার ৪৮৯টি বিলাসবহুল গাড়ির খোঁজ পেয়েছে। তদন্তে বেরিয়ে এসেছে, ১ হাজার ৩০০-এর বেশি বিলাসবহুল গাড়ির মালিক কর ফাইলে এসব গাড়ির তথ্য গোপন করেছেন। এর মধ্যে ৪০৯ জন মালিক আবার কোনো আয়কর রিটার্নই জমা দেননি। সবগুলো গাড়িই বিআরটিএর কাছে নিবন্ধিত। প্রতিটি গাড়ির দাম ১ কোটি থেকে ১০...