জরুরি সংবাদ সম্মেলনে নানা অভিযোগ তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেন, এখন পর্যন্ত আমরা ১২টি অভিযোগ দিয়েছে। কিন্তু একটারও সমাধান এখন পর্যন্ত পাইনি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার পর এ জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করে তারা। আবিদুল বলেন, এখনো পর্যন্ত ধৈর্য ধারণ করা হয়েছে তবে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যদি ভোট ম্যানুপুলেট করার চেষ্টা হয়, তাহলে সাধারণ শিক্ষার্থীরা প্রতিরোধ করবে। গত সোমবার যেভাবে সাইবার হামলা হয়েছে, তেমনি আজ সকাল থেকেই নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অপপ্রচার চালানো হয়েছে। প্রার্থীদের কেন্দ্রে ঢোকার অনুমতি থাকলেও রিটার্নিং অফিসাররাও এমন অপপ্রচারে জড়িত ছিলেন। এর আগে, বিকেল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে নির্বাচনের ভোটগ্রহণ শেষের ঠিক আগ...