এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে আগেই বিদায় নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। প্রথম দুই ম্যাচে হেরে মূলপর্বে খেলার স্বপ্ন শেষ হয়ে যায় টিটুর শিষ্যদের।তাই ভিয়েতনামে গ্রুপের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে লড়াই ছিল কেবল নিয়মরক্ষার। তবে সেই আনুষ্ঠানিকতার ম্যাচেই দুর্দান্ত খেলল বাংলাদেশের তরুণরা। দ্বিতীয়ার্ধের শেষভাগে মাত্র ১২ মিনিটের ঝড়ে ৪-১ ব্যবধানে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল মোরসালিনরা। ৭০ মিনিটে ইতালিপ্রবাসী ফাহমিদুল ইসলামের দুর্দান্ত শটে শুরু হয় বাংলাদেশের গোল উৎসব। প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া তাঁর জোরালো শটে প্রতিপক্ষ গোলরক্ষক ছিলেন অসহায়। জাতীয় দলের জার্সিতে এটি ছিল তাঁর প্রথম গোল। দুই মিনিটের ব্যবধানে ব্যবধান দ্বিগুণ করেন আল আমিন। লং পাস নিয়ন্ত্রণে নিয়ে দারুণ ফিনিশিংয়ে বল জালে পাঠান তিনি। ৭৮ মিনিটে বদলি খেলোয়াড় মুর্শেদ আহমেদ সিঙ্গাপুরের রক্ষণভাগ ভেদ করে তৃতীয় গোল করেন। এরপর অধিনায়ক শেখ মোরসালিন ৮২...