ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর চলছে ভোট গণনা। ডাকসুর নির্বাচন কমিশনের তথ্যমতে, আট কেন্দ্রে গড়ে ৭৮.৩৩ শতাংশ ভোট পড়েছে। ভোট কারচুপির বিচ্ছিন্ন অভিযোগ ছাড়া সারা দিনে আর কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আটটি কেন্দ্রে বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আটটি কেন্দ্রের৮১০টি বুথেভোট দেন নির্ধারিত হলের শিক্ষার্থীরা।টিএসসি, ল্যাবরেটরি ও ভূতত্ত্ব কেন্দ্র ছাড়া অন্য কেন্দ্রগুলোতে ৮০ শতাংশের ওপরে ভোট পড়ে। নির্বাচন কমিশন সূত্রে প্রতিটি কেন্দ্রের হলভিত্তিক ভোটের হার জানা গেছে। শারীরিক শিক্ষা কেন্দ্রের রিটানিং কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. কাজী মোস্তাক গাউসুল হক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের তিনটি বুথের মধ্যে, সার্জেন্ট জহুরুল হক হলে ভোটার ১ হাজার ৯৬৩ জন, ভোট কাস্টিং...