দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ এবং ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের মাঝে কেবল ৯ দিনের বিরতি পাবে পাকিস্তান। ওই অল্প সময়েই শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে তারা! অক্টোবর-নভেম্বরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফর করবে দক্ষিণ আফ্রিকা। সফরের সবশেষ ম্যাচ তৃতীয় ওয়ানডেটি হবে ৮ নভেম্বর, ফয়সালাবাদে। এরপর, মাত্র দুদিনের বিরতি হাতে নিয়ে ওখান থেকে পাকিস্তান দল যাবে রাওয়ালপিন্ডিতে। সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে তারা; ম্যাচগুলো হবে ১১, ১৩ ও ১৫ নভেম্বর। প্রতিটি ম্যাচের মাঝে মাত্র একদিনের বিশ্রাম থাকবে। আর ওই সিরিজ শেষ হওয়ার একদিন পরই, রাওয়ালপিন্ডিতেই শুরু হবে আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ। ১৭ নভেম্বর উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে আসরের প্রথম দুই ম্যাচ হওয়ার পর, বাকি ম্যাচগুলো হবে লাহোরে। ২০১৯ সালের পর...