০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৪ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৪ পিএম শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ১৭তম আসরের অভিযান শুরু করতে যাচ্ছে ভারত। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে তুলনামূলক দুর্বল দল স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা। দুবাইয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার রাত সাড়ে আটটায়। ২০২৩ সালে এশিয়া কাপের সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত আসরের ফাইনালে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মত শিরোপা ঘরে তোলে ভারত। টি-টোয়েন্টি ফরম্যাটে এর আগে দুইবার এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল। দুই আসরের মধ্যে একবার শিরোপা জিতেছিল ভারত। ২০১৬ সালে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে টাইগারদের ৮ উইকেটে হারিয়েছিল টিম ইন্ডিয়া। টানা দ্বিতীয়বারের মত এশিয়া কাপের শিরোপা জয়ে চোখ ভারতের। দলের...