সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, সুশীল কান্না আজ আর নেই। মঙ্গলবার অপর এক স্ট্যাটাসে তিনি বলেন, আজকে যদি একটা সরকার থাকতো, আমাদের এলিটদের কি এই রকম অসহায় লাগতো? বাবু সুশীল প্রিয় দত্ত আর সুশীল খানের আড্ডাটা আজ আর নেই!মোস্তফা সরয়ার ফারুকী লেখেন, আজকে যদি একটা সরকার থাকতো দেশে…আজকে যদি একটা সরকার থাকতো, না হয় প্রভুদের খুশী করার জন্য দশটা বিডিআর ঘটাতো, শাপলা ঘটাতো, আয়নাঘর বানাতো, জুলাইয়ের মতো গণহত্যা করতো, কিন্তু তবুওতো একটু তৃপ্তি নিয়ে বলতে পারতাম, যাক বাবা আমাদের লিবারালিজমটাতো বেঁচে থাকলো, বিএনপি বা অন্য কাউকে তো ক্ষমতায় দেখতে হলো না।আজকে যদি সেই সরকারটা থাকতো আমরা একটু গিয়ে খোশগল্প করতে পারতাম। স্মৃতিচারণ করতে পারতাম ওয়ান ইলেভেনের। কি সুন্দর আমরা তারেক রহমানকে বিদেশ পাঠিয়ে দিয়ে বিএনপিকে হাত...