অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপের মূল পর্বে খেলার লড়াই থেকে আগেই ছিটকে যায় বাংলাদেশ। আজ বাছাই পর্বের নিয়ম রক্ষার ম্যাচে সিঙ্গাপুরকে ৪-১ গোলে জয় লাভ করে বাংলাদেশ। ৭০-৮২ এই দশ মিনিটে বাংলাদেশ চার গোল আদায় করে। প্রায় ৩০ গজ দূর থেকে ডিফেন্ডারদের পেছনে ফেলে বেশ জোরালো শটে গোল দেন ফাহমিদুল। বাংলাদেশের জার্সিতে ফাহমিদুলের এটা প্রথম গোল। দুই মিনিট পর বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড আল আমিন। আট মিনিট পর মহসিন আহমেদ গোল করেন। এটাও লং বল থেকে। সিঙ্গাপুর ডিফেন্ডার বল ঠিক মতো ক্লিয়ার করতে পারেননি। মহসিন বল রিসিভ করে কোনাকুনি শটে গোল করেন। অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক শেখ মোরসালিন দলের হয়ে শেষ গোল করেন। ৮২ মিনিটে তিনি বক্সের উপর দারুণ শটে বাংলাদেশের বড় জয় সূচক গোলটি করেন। ইনজুরির টাইমে সিঙ্গাপুর এক গোল পরিশোধ...