একসময় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে যারা ছিলেন স্বপ্নের নায়ক, তাদেরকেই তিনি নতুন করে চিনেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা হওয়ার পর। প্রিয় ক্রীড়া তারকাদের কাছ থেকে দেখে চমকে গেছেন বলে জানালেন অন্তবর্তী সরকারের এই উপদেষ্টা। যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমি যে খেলোয়াড়দেরকে প্রিয় মনে করতাম বা উদযাপন করতাম, তারা এখানে অনেক ধরনের কাজের সঙ্গে জড়িত, যা আসলে লজ্জাজনক।’ সোমবার জাতীয় ক্রীড়া পরিষদে আলোচনার এক পর্যায়ে তাকে জিজ্ঞেস করা হয়, ক্রিকেটে কাজ করতে এসে কোন ব্যাপারটিতে তিনি সবচেয়ে বেশি ‘শকড’ হয়েছেন। ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমি তো একজন ফ্যান ছিলাম। নানা সময়ে লেখালেখিও করেছি, পরবর্তীতে কিছু হাইড করে ফেলতে হয়েছে পেশাদারিত্বের কারণে। তবে বাইরে থেকে যা দেখা যায়, ভেতর থেকে সম্পূর্ণ ভিন্ন। আপনারা জানেন সেসব, না জানার কথা নয়। আমার চেয়েও...