ঢাকা : খোলামেলা পোশাকে উঁকিঝুঁকি দেবে উপচে পড়া যৌবন। যে করেই হোক বাড়াতে হবে শরীরী আবেদন। চোখ টানবেই। তার জন্য চাই প্লাস্টিক সার্জারি। হলিউডকে দেখে এই পথে হেঁটেছেন বলিউডের অনেক নায়িকা। অস্ত্রোপচারের ঝুঁকি, প্রাণের আশঙ্কা এক্ষেত্রে থোড়াই কেয়ার!নারীদের দৈহিক সৌন্দর্যের অন্যতম জায়গা স্ত’ন। সেই স্ত’নের সৌন্দর্য বাড়াতেই হবে, তাতেই আত্মবিশ্বাসের চাবিকাঠি। এমনটাই মনে করেন বলিউডের বহু নায়িকা। প্লাস্টিক সার্জারি অনেকে তাদের স্ত’নে’র আকার বড়ও করেছেন। চলুন চিনে নিই তেমনই ৮ নায়িকাকে।রাখি সাওয়ান্ত: ‘বিতর্কের রানি’ হিসেবে পরিচিত বলিউডের এই অভিনেত্রী নাকি মাত্র ১৫ বছর বয়সে বক্ষ প্রতিস্থাপন করে স্ত’নে’র আকার বাড়িয়েছিলেন। তার ধারণা হয়েছিল, এতেই তিনি ‘কোল্ড’ থেকে নিমেষে ‘হট গার্ল’ হয়ে উঠবেন।বিপাশা বসু: স্ত’নে’র এই অস্ত্রোপচার করিয়েছিলেন বলিউড-কাঁপানো বঙ্গতনয়া বিপাশা বসুও। এমনিতেই তিনি সুন্দরী, তবু আরও অনেকটা বাড়িয়ে নিতে চেয়েছিলেন...