ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল রাত ১২টার মধ্যেই হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা।আরো পড়ুন:ফল ম্যানিপুলেশনের চেষ্টা করলে শিক্ষার্থীরা প্রতিরোধ করবে: আবিদডাকসু: শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট পড়েছে ৮৩.১৯ শতাংশ ফল ম্যানিপুলেশনের চেষ্টা করলে শিক্ষার্থীরা প্রতিরোধ করবে: আবিদ ডাকসু: শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট পড়েছে ৮৩.১৯ শতাংশ রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, ডাকসু নির্বাচনে ৭৮.৩৩ শতাংশের ভোট কাস্ট হয়েছে। রাত ১২টার মধ্যেই ফলাফল হয়ে যাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। তারা জানান, কোনো কেন্দ্রে অভিযোগ পেলে প্রয়োজনে তারা সিসিটিভি ফুটেজ দেখবেন। কেউ ভুয়া অভিযোগ দিয়ে পার পাবে না। অভিযোগ তদন্ত করার জন্য যথেষ্ট সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কেউ ইচ্ছেকৃত বা পরিকল্পিতভাবে পরিস্থিতি উত্তপ্ত করলে প্রশাসন ব্যবস্থা নেবে। এখন পর্যন্ত...