বলিউডের সুপারস্টার সালমান খান তার নতুন ছবি ‘ব্যাটল অব গালওয়ান’-এর সেট থেকে একটি ছবি প্রকাশ করেছেন। আর তাতেই ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভক্তরা কেউ বলছেন, ‘বলিউডের বাপ ফিরে এসেছে।’ কেউ দাবি করেছেন এই সিনেমা প্রেক্ষাগৃহে আগুন ধরিয়ে দেবে। সম্প্রতি পরিচালক অপূর্ব লাখিয়ার পরিচালনায় তৈরি হওয়া এই ছবির প্রথম মোশন পোস্টার প্রকাশ করেছিলেন সালমান। এবার তিনি আরও একধাপ এগিয়ে ভক্তদের উপহার দিলেন একটি পরিচালনা বোর্ডের পেছনে দাঁড়ানো নিজের ছবি। এটি শুটিং সেট থেকে তোলা। ছবিতে সালমানের অর্ধেক মুখ ক্যামেরার বাইরে থাকলেও চোখেই ফুটে উঠেছে চরিত্রের দৃঢ়তা ও আত্মবিশ্বাস। সুশৃঙ্খল চুল, সেনা পোশাক এবং দৃঢ় দৃষ্টির ছবিটিকে ঘিরে তৈরি হয়েছে বিপুল আগ্রহ। ছবির ক্যাপশনে সালমান লিখেছেন, ‘ব্যাটল অব গালওয়ান’। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশের পরপরই ভক্তরা উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। কেউ লিখেছেন,...