জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। মঙ্গলবার বেলা ১১টায় বসুন্ধরায় জামায়াত আমিরের বাসায় আসেন পাকিস্তানের হাই কমিশনার। তার সঙ্গে ছিলেন হাই কমিশনের রাজনৈতিক কাউন্সেলর কামরান ধাংগল ছিলেন। জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান এসময় উপস্থিত ছিলেন। এই সৌজন্য সাক্ষাৎ শেষে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “দুই ভ্রাতৃপ্রতীম দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা...