স্বাস্থ্য অধিদফতরের তত্ত্বাবধানে পরিচালিত নূরা হেলথ বাংলাদেশের সাম্প্রতিক এক গবেষণা অনুযায়ী, হাসপাতালে দেওয়া স্বাস্থ্যশিক্ষা কর্মসূচি মা ও নবজাতকের স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ অভ্যাসগুলোতে উল্লেখযোগ্য উন্নতি ঘটাতে পারে। স্বাস্থ্য অধিদফতর (ডিজিএইচএস) এবং নূরা হেলথ বাংলাদেশ যৌথভাবে ঢাকায় স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে একটি অনুষ্ঠানে গবেষণার এই ফলাফল প্রকাশ করে। অনুষ্ঠানে দেশব্যাপী স্পেশাল কেয়ার নিওনেটাল ইউনিট (স্ক্যানু)-এ নূরা হেলথ-এর ‘কেয়ার কম্প্যানিয়ন প্রোগ্রাম (সিসিপি)’ সেশনগুলোর কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়। নূরা হেলথ দেশের ১৩টি স্বাস্থ্যকেন্দ্রে অবস্থিত স্ক্যানু-তে এই কেয়ার কম্প্যানিয়ন প্রোগ্রাম (সিসিপি)-এর কার্যকারিতা নিয়ে গবেষণাটি পরিচালনা করে। গবেষণায় দুটি পদ্ধতি তুলনা করা হয়- প্রচলিত সেবা দেওয়া এবং কেয়ার কম্প্যানিয়ন প্রোগ্রামের মাধ্যমে হাসপাতাল থেকে বাড়ি ফেরার আগে নবজাতক ও প্রসব-পরবর্তী যত্নের ওপর স্বাস্থ্যশিক্ষা দেওয়া। যে সকল নবজাতককে স্ক্যানু-তে ভর্তি করা হয়েছিল, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর...