০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৫ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৫ পিএম ফ্যাসিস্ট সরকারের সবশেষ অবৈধ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রথমবারের মতো নির্বাচন করেছিলেন ঢালিউড নায়ক ফেরদৌস আহমেদ। তবে নির্বাচনের পর এক বছরও সংসদ সদস্য হিসেবে থাকা হয়নি তার।ছাত্রজনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। শেখ হাসিনার দেশত্যাগের খবরের পর সরকারের অনেক মন্ত্রী, এমপিরাও দেশ ছাড়েন। একদিন পরই ভেঙে দেওয়া হয় সংসদ। এরপর আওয়ামী লীগ সমর্থিত তারকারা গা ঢাকা দেওয়ার পাশাপাশি অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন। এই তালিকায় রয়েছেন ফেরদৌস আহমেদ নিজেও। অবশেষে প্রায় এক বছর পর প্রকাশ্যে এলেন এই নায়ক।ঋতুপর্ণা-মৌসুমীকে নিয়ে দিয়েছেন একটি ভিডিওবার্তা। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে তাদেরকে। যেখানে ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত...