আরব আমিরাতেএশিয়া কাপ ক্রিকেট শুরুহচ্ছে আজ। আটটি দল লড়বে একটি ট্রফির জন্য। টাকার হিসাবে যে ট্রফিটি জিতে চ্যাম্পিয়ন দল প্রাইজমানি পাবে ৩ কোটি ৬৪ লাখ। কিন্তু এই অর্থও ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার এক ঘড়ির দামের কাছে তুচ্ছ! কীভাবে? ভারতীয় অলরাউন্ডার পান্ডিয়া ভারতের এশিয়া কাপের দলে আছেন। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দুবাইয়ে ভারতের অনুশীলনে পান্ডিয়ার হাতে দেখা গেছে রিচার্ড মিলের একটি বিশেষ সংস্করণের ঘড়ি—আরএম ২৭-০৪। সুইজারল্যান্ডের বিলাসবহুল ঘড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান রিচার্ড মিলে এই ঘড়িটি টেনিস তারকা রাফায়েল নাদালকে সঙ্গে নিয়ে তৈরি করেছে—এই মডেলের ঘড়ি গোটা পৃথিবীতেই আছে মাত্র ৫০টি। দাম প্রায় ২০ কোটি রুপি, টাকার হিসাবে ২৬ কোটি ৪০ লাখ। মানে এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে যে পরিমাণ অর্থ পাবে, পান্ডিয়ার এই ঘড়ির দাম তাঁর চেয়ে প্রায় আট গুণ বেশি!...