ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট বর্জন করেছেন স্বতন্ত্র সহ-সভাপতি (ভিপি) প্রার্থী তাহমিনা আক্তার। ভোট কারচুপি ও দলীয় আধিপত্য বিস্তারের অভিযোগ এনে তিনি আজ (৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে টিএসসিতে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন। তাহমিনা বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের প্রার্থী। তিনি বলেন, ‘নির্বাচনে ভোট কারচুপি ও দলীয় আধিপত্য দেখছি। অমর একুশে হলে পোলিও অফিসার শিক্ষার্থীকে ব্যালট পেপার পূরণ করে দেওয়ার ঘটনা ঘটছে আবার আমাদের ছয়জন পোলিং এজেন্ট রাখার জন্য কর্তৃপক্ষে তথ্য দেওয়া হয়ে ছিল। কিন্তু তারা একজনকে দেয়নি।’ তাহমিনা বলেন, এ রকম পক্ষপাতমূলক আচরণ প্রশাসন করছে। তাই এ প্রহসনমূলক নির্বাচনকে বয়কট করলাম। এ সময় তিনি ভোট কারচুপির সঙ্গে জড়িতদের বিচার চান। ডাকসুর এই ভিপি প্রার্থী অভিযোগ করে বলেন, ‘আগে থেকে শিবির প্রার্থীর পক্ষে পূরণ করা...