ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। আট কেন্দ্রে গড়ে ৮০ শতাংশ ভোট পড়েছে। রাত ১২টার মধ্যে ফল ঘোষণা হতে পারে আশা করছেন নির্বাচন কমিশন। ওএমআর শিটে ভোট দিয়েছেন শিক্ষার্থীরা। এসব ভোট গণনা করা হবে মেশিনে। তাই গণনা শেষ হতে খুব বেশি সময় লাগবে না বলে জানা গেছে। এদিকে ভোট শেষে ফলাফল জানার আশায় প্রার্থী ও উৎসুক শিক্ষার্থীরা অবস্থান করছেন ভোটকেন্দ্রের বাইরে। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে স্থাপন করা জায়ান্ট স্ক্রিনের সামনেও অনেককে সমবেত হতে দেখা গেছে। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে তাদের সংখ্যা। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল আটটায়৮টি কেন্দ্রের ৮১০টি বুথে একযোগেভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল চারটা পর্যন্ত। তবে যেসব কেন্দ্রের ভেতর এই সময়ের মধ্যে ভোটার উপস্থিতি ছিল, তাদের জন্য ১৫ মিনিট সময় বাড়ানো...