দ্বিতীয়ার্ধে হঠাৎ করেই বদলে যায় খেলার দৃশ্য। ৭০ থেকে ৮২ মিনিটের মধ্যে টানা তিন গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। ইতালিপ্রবাসী ফাহমিদুল ইসলামের দুর্দান্ত দূরপাল্লার শটে আসে প্রথম গোল, যা জাতীয় দলের জার্সিতে তার অভিষেক গোলও বটে। এরপর লং পাস থেকে আল আমিনের ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ হয়। সিঙ্গাপুরের রক্ষণভাগের ভুলে মুর্শেদ আহমেদ যোগ করেন তৃতীয় গোল, আর অধিনায়ক শেখ মোরসালিন বক্সের বাইরে থেকে শটে নিশ্চিত করেন বড় জয়। যোগ করা সময়ে সিঙ্গাপুর এক গোল শোধ দিলেও তাতে ফলাফলে কোনো পরিবর্তন আসেনি। প্রথমার্ধে অবশ্য চাপে ছিল বাংলাদেশ। একের পর এক আক্রমণে এগিয়ে আসছিল সিঙ্গাপুর। তবে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের একাধিক দারুণ সেভ দলকে ভেসে থাকতে সাহায্য করে। দ্বিতীয়ার্ধে ফাহমিদুল ও আল আমিন নামার পর খেলায় গতি ফেরে, আর তাতেই ভেঙে পড়ে সিঙ্গাপুরের...