পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও সাবেক জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, জামায়াতে ইসলামী পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করে আসছে। কেননা, স্বাধীনতার পর থেকে অনুষ্ঠিত যতগুলো নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে তার প্রত্যেকটির ফলাফল পর্যালোচনা করলে দেখা যায়, বিজয়ী দলগুলো মোট ভোটের ৩০ থেকে ৩৫ পার্সেন্ট ভোট পেয়ে সরকার গঠন করেছে। সরকার গঠনের পর তারা এ দেশের মালিক বনে যান। তারা জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নিজেদের বা দলের প্রয়োজন মাফিক যখন তখন সংবিধান পরিবর্তন করেন, তারা নিজেদের খেয়াল খুশি মতো দেশ পরিচালনা করেন, অথচ দেশের ৬৫ পার্সেন্ট মানুষ তাদেরকে ভোটই দেয়নি। এজন্য জামায়াত চায় পিআর পদ্ধতির নির্বাচন। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের প্রত্যেকটি ভোটের হিসাব হবে। আপনি দেশের যে প্রান্ত থেকেই যে দলকে ভোট প্রদান করবেন, সেই দলের...