ক্যারিয়ারটা হয়তো হতে পারত আরও সমৃদ্ধ। কিন্তু জেঁকে বসা পিঠের চোট বারবার রুদ্ধ করেছে পথ। সাদা বলে দীর্ঘ ক্যারিয়ারের আশায় লাল বলের ক্রিকেট অনেক আগেই ছেড়ে দিয়েছিলেন উসমান শিনওয়ারি। কিন্তু লাভ হয়নি। ছয় বছর ধরে জাতীয় দলের বাইরে থাকার পর এবার আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলে দিয়েছেন ৩১ বছর বয়সী পাকিস্তানি পেসার। পাকিস্তানের হয়ে এক টেস্ট, ১৭ ওয়ানডে ও ১৬ টি-টোয়েন্টি খেলা শিনওয়ারি মঙ্গলবার অবসরের ঘোষণা দেন। ৪৮টি আন্তর্জাতিক উইকেট নিয়ে ৬ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন তিনি। ২০১৩ সালে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন শিনওয়ারি। কিন্তু পিঠের চোট বারবার বাধা হয়ে দাঁড়ায় তার সামনে। সাদা বলের ক্রিকেটে নিয়মিত হওয়ার আশায় ২০২১ সালের নভেম্বরে লাল বলের ক্রিকেটকে বিদায় বলে দেন তিনি। কিন্তু জাতীয় দলের দুয়ার যে তার খুলছিল না কোনোমতেই। ২০১৯...