তীব্র শিক্ষক সংকটে নিরসনে দ্রুত নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল একাডেমিক ভবনের সামনে এ মানববন্ধন করেন তারা।আরো পড়ুন:বান্ধবীর ব্যালটে আগে থেকে ‘ক্রস’ দেওয়ার অভিযোগ রুপাইয়ার, শিবির বলছে ষড়যন্ত্রফলাফল না দেওয়া পর্যন্ত রাবির আরবি বিভাগে শাটডাউন ঘোষণা বান্ধবীর ব্যালটে আগে থেকে ‘ক্রস’ দেওয়ার অভিযোগ রুপাইয়ার, শিবির বলছে ষড়যন্ত্র ফলাফল না দেওয়া পর্যন্ত রাবির আরবি বিভাগে শাটডাউন ঘোষণা এ সময় শিক্ষার্থীদের ‘সব কাজ চলমান, তবে শিক্ষক নিয়োগে গাফিলতি কেন?’, ‘চারুকলায় অন্য বিভাগের শিক্ষক কেন?’, ‘সৎ, দক্ষ ও যোগ্য শিক্ষক চাই’ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে দেখা যায়। এছাড়া অতিদ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। জানা যায়, বর্তমানে বিভাগটিতে চলমান ছয়টি ব্যাচের প্রত্যেকটিতে তিনটি করে মোট...