ফিজিওথেরাপি চিকিৎসার পেশাগত দক্ষতা ও শিক্ষার মান উন্নয়ন, আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসার গবেষণা, এবং অটিজম আক্রান্ত শিশুদের সার্বিক বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ও প্রয়াস যশোর অঞ্চলের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় প্রয়াস যশোর অঞ্চলের অডিটরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে যবিপ্রবির পক্ষে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের সভাপতি ডা. এহসানুর রহমান, পিটি এবং প্রয়াস যশোর অঞ্চলের পক্ষে অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল হাসান শাহরিয়ার প্রশাসনিক পর্যায়ে স্বাক্ষর করেন। সমঝোতা স্মারক সইয়ের ফলে যবিপ্রবির পিটিআর বিভাগের শিক্ষার্থীরা সরাসরি প্রয়াস যশোর অঞ্চলের স্পেশাল চাইল্ড বা অটিজম আক্রান্ত শিশুদের সঙ্গে মেলামেশার মাধ্যমে গভীরভাবে তাদের অ্যাসেসমেন্ট করতে পারবে। এর ফলে শিক্ষার্থীরা সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা, রিহ্যাব প্রোগ্রাম পরিচালনা এবং বাস্তবিক কার্যক্রম সম্পর্কিত জ্ঞান অর্জন করতে সক্ষম হবে। এটি তাদের পেশাগত দক্ষতা ও...