নাটকের দৃশ্যধারণের জন্য ঢাকা থেকে জামালপুরে যাওয়ার পথে ইউনিটের কর্মীদের একটি পিকআপ দুর্ঘটনায় পড়ে টাঙ্গাইলে। এতে লাইটম্যান, জেনারেটরকর্মী ও চালকসহ সাতজন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত লাইট সহকারী রবিনের বাঁ হাত কেটে ফেলতে হয়েছে। বাংলাদেশ টেলিভিশন মিডিয়া প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশনর সভাপতি মো. আবু জাফর অপু গ্লিটজকে বলেছেন, রবিন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার বর্ণনা দিয়ে তিনি গ্লিটজকে বলেন, "জামালপুর যাওয়ার পথে শুটিং ইউনিটের একটা পিকআপ টাঙ্গাইলে অ্যাকসিডেন্ট করে। সেখানে লাইট সহকারী রবিন, শাহাদাত, হৃদয়, পিকআপে ড্রাইভার ইব্রাহীম, জেনারেটর অপারেটর আবদুর রাজ্জাকসহ আরও দুজন আহত হয়েছেন। সবচেয়ে সংকটাপন্ন অবস্থায় আছেন রবিন ও হৃদয়। রবিনের হাত কেটে ফেলা হয়েছে বলে শুনেছি।" ইউটিউব চ্যানেল ‘প্রাঙ্ক কিংয়ের’ একটি নাটকের শুটিংয়ে যাওয়ার পথে এই সড়ক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন অপু। তবে এই দুর্ঘটনার...