ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-পরবর্তী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ-হামিম-মায়েদ পরিষদ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ তথ্য জানিয়েছেন। এদিকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়। ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে ভোট নেওয়া হয়। এর আগে ডাকসু নির্বাচন কমিশন জানায়, যদি বিকাল ৪টার মধ্যে কেউ এসে ভোটারদের লাইনে দাঁড়ায়, তাহলে যত দেরিই হোক, তাকে ভোটদানের সুযোগ দেওয়া হবে। এ ছাড়া ডাকসু নির্বাচনে দু-একটা ছোটখাটো বিষয়ে অভিযোগ ও কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোটের পরিবেশ ভালো বলে মন্তব্য করেছে ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) নির্বাচন পর্যবেক্ষক...