এএফসি অ-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে অসময়ে জ্বলে উঠলেন মোরসালিনরা। টানা দুই ম্যাচ হেরে মূল পর্ব খেলার সম্ভাবনা শেষ হয়েছে। তাই আজ ভিয়েতনামে গ্রুপের শেষ ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে ছিল নিয়মরক্ষার ম্যাচ। সেই আনুষ্ঠানিকতার ম্যাচে বাংলাদেশ ৪-১ গোলে জয়লাভ করে। ৭০-৮২ মিনিটে বাংলাদেশ সিঙ্গাপুরের উপর ঝড় বইয়ে দেয়। এই দশ মিনিটে বাংলাদেশ চার গোল আদায় করে। বাংলাদেশের হয়ে ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল গোলের যাত্রা শুরু করেন। প্রায় ৩০ গজ দূর থেকে ডিফেন্ডারদের পেছনে ফেলে বেশ জোরালো শট নেন ফাহমিদুল। সিঙ্গাপুরের গোলরক্ষক বা দিকে ঝাঁপিয়ে পড়েও গোল বাঁচাতে পারেননি। এটা বাংলাদেশের জার্সিতে ফাহমিদুলের প্রথম গোল। ফাহমিদুলের গোলের দুই মিনিট পর বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে। ফরোয়ার্ড আল আমিনকে উদ্দেশ্য করে লং বল পাঠানো হয়। সেই লং বল আল আমিন দুর্দান্তভাবে রিসিভ করে দারুণ ফিনিশিং করেন। সিঙ্গাপুর...