টানা দুই ম্যাচ হেরে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই উতরানোর আশা শেষ হয়ে গেছে আগেই। তবে তৃতীয় রাউন্ডে সিঙ্গাপুরকে হারিয়ে শেষটা অন্তত জয়ে রাঙাতে পেরেছে বাংলাদেশের যুবারা। ভিয়েতনামের ভিয়েত ত্রি স্টেডিয়ামে মঙ্গলবার ‘সি’ গ্রুপের ম্যাচে ৪-১ গোলে জিতেছে বাংলাদেশ। প্রথমার্ধে কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি সিঙ্গাপুর। বিরতির পর আক্রমণে জোর দেয় বাংলাদেশ। অবশেষে ‘ডেডলক’ ভাঙে ৭০তম মিনিটে। প্রায় ২৫ গজ দূর থেকে জোরাল শটে বাংলাদেশকে এগিয়ে নেন ফাহামিদুল। দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন আল আমিন। ৮০তম মিনিটে প্রতিপক্ষের একটি কর্নার রুখে, দ্রুত পাল্টা আক্রমণে উঠে সতীর্থের ক্রস ডি-বক্সে পেয়ে কোনাকুনি শটে ব্যবধান আরও বাড়ান মহসিন আহমেদ। এর দুই মিনিট পর ডি-বক্সের ঠিক বাইরে থেকে শটে স্কোরলাইন ৪-০ করেন শেখ মোরসালিন। যোগ করা সময়ে সিঙ্গাপুরের একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন...