আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার ৯ সেপ্টেম্বর সাংবাদিকদের তিনি এ কথা জানান। তিনি বলেন, আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল করা হয়েছে। তবে নির্বাচনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব পালনের জন্য তিনশ’ গাড়ি কেনা হচ্ছে। অর্থ উপদেষ্টা বলেন, গত সরকারের সংসদ সদস্যদের আমদানি করা চট্টগ্রাম বন্দরে ৩০/৪০টি দামি গাড়ি জব্দ করা হয়েছে। প্রয়োজনে এই গাড়িগুলো নির্বাচনের কাজে ব্যবহার করা হবে। এরআগে আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাবে সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয়। বলা হয়েছিল, মিতসুবিশি পাজেরো কিউএক্স-২৪২৭ সিসি মডেলের প্রতিটি গাড়ির দাম পড়বে এক কোটি ৬৯...