অবশেষে গুজব নিয়ে মুখ খুলেছেন কাজল আগরওয়াল নিজেই। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বার্তায় তিনি লেখেন, ‘আমি দেখছি কিছু ভিত্তিহীন খবর ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে আমি দুর্ঘটনায় পড়েছি, এমনকি মারাও গিয়েছি! সত্যি বলতে, এটা বেশ হাস্যকর, কারণ এসব একেবারেই সত্য নয়। আমি ভালো আছি, সুস্থ আছি, এবং নিরাপদে আছি।’ তিনি আরও অনুরোধ করেন, ‘অনুরোধ করছি, এমন মিথ্যা খবর বিশ্বাস করবেন না বা ছড়াবেন না। আসুন আমরা ইতিবাচকতা ও সত্যের ওপরই মনোযোগ দিই।’ কাজল আগরওয়ালকে সর্বশেষ দেখা গেছে সালমান খান ও রাশমিকা মান্দানা অভিনীত ‘সিকান্দার’ সিনেমায়। যদিও সিনেমাটি বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি তবে এতে সালমান খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করে আনন্দিত কাজল।...