ঢাকা : পশ্চিমবঙ্গের আলোচিত ও সমালোচিত অভিনেত্রী হলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন লুকে হাজির হন তিনি। এবার ৪৪ বছর বয়সেও হট দাবি করেছেন স্বস্তিকা।রবিবার (৭ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় নিজের কিছু ছবি পোস্ট করে এই কথা লিখেছেন তিনি।স্বস্তিকা লিখেছিলেন, ৪৪ বছর বয়সেও আমি ভীষণ হট। জেঠু মার্কা কিছু লোকজন এসে আমাকে বলে, আমার বয়স হয়ে গেছে। আরে মশাই, যারা কচিতে নির্লজ্জ, তারা বুড়ি হয়েও তো নির্লজ্জই থাকবে। মহা ঝামেলা তো। কাল একটা দারুণ রিল পোস্ট করেছিলাম, তাতে একজন ফিল্টারে মোড়া ট্যারা মুনমুনদি আমাকে জোকার বলল।তিনি আরও লিখেছেন, আমি আজকাল এদের ট্রলকারী বলে সম্মান দিতে চাই না। এগুলো আমার কাছে খোরাক। My stress buster. I love it. এরকম চরম লেভেলের এন্টারটেইনমেন্ট আর কোথাও পাওয়া যায় না। মানুষ আমাদের...