এদিকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়। ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে ভোট নেওয়া হয়।এর আগে ডাকসু নির্বাচন কমিশন জানায়, যদি বিকাল ৪টার মধ্যে কেউ এসে ভোটারদের লাইনে দাঁড়ায়, তাহলে যত দেরিই হোক, তাকে ভোটদানের সুযোগ দেওয়া হবে।এ ছাড়া ডাকসু নির্বাচনে দু-একটা ছোটখাটো বিষয়ে অভিযোগ ও কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোটের পরিবেশ ভালো বলে মন্তব্য করেছে ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) নির্বাচন পর্যবেক্ষক টিম।মঙ্গলবার দুপুরে পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) প্রতিনিধি দল।এর আগে ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা অভিযোগ করে বলেছেন, কেন্দ্রের বাইরে কাকে ভোট দিতে হবে তাদের নাম লিখে একটা তালিকা ভোটারদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই তালিকাটা শিবিরের প্রার্থীর। শুধু তাই নয়, শিবিরের স্বতন্ত্র...