কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়ালের প্রথম দুটি সিজনে কাবিলা, হাবু, পাশা, শুভদের পাশাপাশি নেহাল চরিত্র দিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন তৌসিফ মাহবুব। কিন্তু তৃতীয় ও চতুর্থ সিজনে অন্যান্য চরিত্র থাকলেও ছিলো না নেহাল! তখন থেকেই অনেকেই বলছিলেন, নেহাল চরিত্রটিকে তারা ‘মিস’ করছেন! সেই দর্শকদের জন্যই যে হঠাৎ চমক লাগা খবর দিলেন অমি! প্রচারে থাকা ‘ব্যাচেলর পয়েন্ট’ এর সিজন ৫-এর আসন্ন পর্বগুলোতে দেখা যাবে নেহাল ওরফে তৌসিফ মাহবুবকে। মঙ্গলবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। যেখানে তৌসিফ মাহবুবসহ উপস্থিত ছিলেন কাজল আরেফিন অমি, বঙ্গের চিফ অব কনটেন্ট...