নিজস্ব প্রতিবেদক: দেশের আলোচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ডাকসু নির্বাচনের ফলাফলকে দেশের ভবিষ্যৎ রাজনীতির গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, “ডাকসু নির্বাচনের ফলাফলে ভবিষ্যতের অনেক ইঙ্গিত প্রকাশ পাবে। ডাকসু শুধু ডাকসু নয়, এটি জাতীয় নির্বাচনের আগাম সংবাদ। ভোটগ্রহণ থেকে ফলাফল সবকিছুই হবে ভবিষ্যতের বড় অংক। শুভকামনা।” জয় বলেন, এই নির্বাচন শুধু শিক্ষার্থীদের জন্য নয়, দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটের জন্যও একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশক হিসেবে কাজ করবে। এবারের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে কেন্দ্রীয় সংসদের ৪১টি পদের জন্য মোট ৪৭১ জন প্রার্থী এবং হল সংসদের ২৩৪টি পদের জন্য ১০১৫ জন প্রার্থী।...