এশিয়া কাপের পর্দা উঠছে আজ। মহাদেশিয় শ্রেষ্ঠত্বের মুকুট কাদের মাথায় চড়বে-এ নিয়ে যখন জল্পনা-কল্পনা তুঙ্গে, তখন প্রাইজমানি নিয়ে বড় সুখবর পেতে যাচ্ছে দলগুলো। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ভারতীয় গণমাধ্যমের খবর, টুর্নামেন্টের প্রাইজমানি এবার দ্বিগুণ হচ্ছে। জানা গেছে, ২০২৩ সালে এশিয়া কাপ জিতে ১ কোটি ২৫ লাখ টাকা পেয়েছিল ভারত। এবার তা দ্বিগুণ বাড়ছে। এবার চ্যাম্পিয়নরা ২ কোটি ৬০ লাখ টাকা পাবে। অন্যদিকে রানার্স-আপ দল পকেটে পুরবে ১ কোটি ৩০ লাখ টাকা। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারকে দেওয়া হবে ১২ লাখ ৫০ হাজার টাকা। আরও পড়ুনআরও পড়ুনভারত-পাকিস্তান ম্যাচে আম্পায়ারিং করবেন মাসুদুর, বাংলাদেশের ম্যাচে কারা এবারের এশিয়া কাপের আয়োজক দেশ ভারত হলেও টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে। প্রতিযোগিতায় ৮ দল প্রথমে দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে। এর মধ্যে...