ত্বকের যত্ন বলতে সাধারণত বোঝানো হয়- একটি ভালো ক্লিনজার, উপযুক্ত সেরাম, ময়েশ্চারাইজার এবং কমপক্ষে এসপিএফ ৩০-এর সানস্ক্রিন। তবে উদ্ভিদজাত প্রাকৃতিক কিছু উপাদানও ত্বকের যত্নে বিশেষ ভূমিকা রাখতে পারে। এরমধ্যে আছে ক্যাস্টর অয়েল বা রেড়ির তেল, যা চুলের পরিচর্যার পাশাপাশি এখন ত্বকের যত্নেও জনপ্রিয়। চর্মরোগের চিকিৎসায় বিশেষজ্ঞ নিউ ইয়র্ক’য়ের নার্স জোডি লো জেরফো ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে ব্যাখ্যা করেন, “ক্যাস্টর অয়েল মূলত ক্যাস্টর বীজ থেকে উৎপাদিত, যা গ্রীষ্মমণ্ডলীয় ও উপ-গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে জন্মায়। সাধারণত ঠাণ্ডা চাপে (কোল্ড প্রেস) বীজ থেকে এই তেল বের করা হয়।” চুলের যত্নে এটি বহুল ব্যবহৃত হলেও খাদ্যপণ্য, ওষুধ এবং প্রসাধন সামগ্রীতেও এর ব্যবহার রয়েছে। ঘনত্বে ভারী এই তেল আর্দ্রতা ধরে রাখতে সক্ষম হওয়াতে বিশেষভাবে উপযোগী। ত্বকের আর্দ্রতা রক্ষা:লো জেরফো বলেন, “ক্যাস্টর অয়েল ত্বকে আর্দ্রতা ধরে রাখার জন্য...