জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেছেন, “গবেষণাকে আন্তর্জাতিক মানে নিতে অভিনব চিন্তা জরুরি। পাশাপাশি আমাদের গবেষণার বিষয়বস্তুতে বৈচিত্র্য, প্রাসঙ্গিকতা ও প্রয়োগযোগ্যতা নিশ্চিত করতে হবে।” মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে ২০২৫-২৬ অর্থবছরের গবেষণা প্রকল্প প্রস্তাবনা রিভিউ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান রিভিউয়ার হিসেবে তিনি এ মন্তব্য করেন।আরো পড়ুন:জকসু নির্বাচন ও বৃত্তি দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভঅবৈধ বাসস্ট্যান্ড সরাতে জবি শিক্ষার্থীদের পদযাত্রা জকসু নির্বাচন ও বৃত্তি দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ উপাচার্য বলেন, “গবেষণার গুণগত মান বজায় রাখতে রিভিউয়ারদের নিরপেক্ষ মতামত অপরিহার্য। পাশাপাশি শিক্ষার্থীদের গবেষণা সহকারী হিসেবে অন্তর্ভুক্ত করলে তারা দক্ষতা অর্জন, কিছু আর্থিক সুবিধা এবং নতুন অভিজ্ঞতা লাভ করবে। একইসঙ্গে তাদের নতুন দৃষ্টিভঙ্গি গবেষণাকে আরো আকর্ষণীয় ও মানসম্মত করে তুলবে।” অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড....