উৎসবমুখর পরিবেশে পূর্ব লন্ডনের বার্ডিআর্টস সেন্টারে সম্পন্ন হলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, যুক্তরাজ্য শাখার দ্বাদশ সম্মেলন। ৬ সেপ্টেম্বর সকাল থেকে রাত পর্যন্ত বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় এই সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সকাল ১০টায় শুরু হয় দিনের কার্যক্রম। জাতীয় পতাকা উত্তোলন করেন বিশিষ্ট কথাসাহিত্যিক সাহেদুজ্জামান এবং সংগঠনের পতাকা উত্তোলন করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি গোলাম কবীর। সম্মেলনের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় কাউন্সিল অধিবেশন। তার আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার সুলুক আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন নিউহাম কাউন্সিলের সাবেক স্পিকার রহিমা রহমান। কাউন্সিল অধিবেশনে সংগঠনের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এতে যুক্তরাজ্যের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেনুকে প্রধান উপদেষ্টা, গোলাম মোস্তফাকে...