০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৪ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩২ পিএম গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই হাসপাতালে কামাল হোসেনের একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ৮৮ বছর বয়সী বাংলাদেশের এই প্রবীণ রাজনীতিবিদ বার্ধক্যজনিত কারণে নানা শারীরিক সমস্যায় ভুগছেন। গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মঙ্গলবার বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, স্যারের একটা অপারেশন হয়েছে। তবে স্যার এখন ভালো আছেন। আশা করি, স্যার খুব দ্রুত বাসায় ফিরতে পারবেন। কামাল হোসেনের পক্ষে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। গত ২৮ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে ড. কামাল হোসেনের ৮৮তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছিল তার দল গণফোরাম। ওই আয়োজনে তারুণ্যের ওপর আস্থা ব্যক্ত করে ড. কামাল হোসেন বলেন, ‘বিশ্বাস আছে নতুন...