আইক্লাউড থেকে কোনো ডেটা ভুল করে মুছে গেলে আগে ফাইলের ধরন হিসাবে আলাদা আলাদা পেইজে গিয়ে সেটি পুনরুদ্ধার করতে হতো। এখন আর সে ঝামেলা নেই। ব্যবহারকারী চাইলে সরাসরি আইক্লাউডের ডেটা রিকভারি পেইজে গিয়ে এক জায়গা থেকেই প্রয়োজনীয় ফাইল পুনরুদ্ধার করতে পারবেন। পেইজটি থেকে আইক্লাউড ড্রাইভ, ক্যালেন্ডার, কনটাক্টস থেকে মুছে যাওয়া ফাইল ফেরত আনা যায়। এমনকি মুছে যাওয়া সাফারি বুকমার্কসও এখানে পাওয়া যাবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ‘লাইফ হ্যাকার’। অনেক ব্যবহারকারী তাদের আইক্লাউড অ্যাকাউন্ট অ্যাপল সার্ভিসের সঙ্গে যুক্ত করলেও নিয়মিত ওয়েবসাইটে লগইন করেন না। সাধারণত আইফোনের সেটিং থেকে আইক্লাউড সংক্রান্ত তথ্য দেখা হয় কিন্তু সেখানেই সব ফিচার পাওয়া যায় না। এজন্য অনেকেই ডেটা রিকভারি পেইজ পান না। অথচ এটি বেশ সুন্দরভাবে সাজানো এবং প্রয়োজনীয় সব তথ্যকে আলাদা আলাদা কার্ড আকারে...