০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩১ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩১ পিএম তরুণদের বিক্ষোভের মুখে ভয়াবহ রূপ নিয়েছে নেপাল। নিরাপত্তার খাতিরে সব ফ্লইট বাতিল করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ফলে অনিশ্চয়তায় পড়ে গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দেশে ফেরাও। স্থানীয় সময় মঙ্গলবার বেলা ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে রওনা দেওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। ‘বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নেপাল থেকে নির্ধারিত সময়ের একদিন আগে আজ বেলা ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৩৭২ ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল। তবে নেপালের বর্তমান পরিস্থিতিতে যাত্রা স্থগিত করা হয়েছে।’ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিক্ষুব্ধদের একটি অংশ হানা দিয়েছিল বাংলাদেশের টিম হোটেলেও। তবে সেখানে কোনো রাজনীতিক কিংবা ভিআইপি অবস্থান করছে না, শুধু বাংলাদেশ ও নেপালের...