এশিয়া কাপ শুরুর আগে মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত অধিনায়কদের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ভারতের সুর্যকুমার যাদব ও পাকিস্তানের নতুন অধিনায়ক সালমান আলি আগা। টুর্নামেন্ট শুরুর আগেই ভারতকে যেখানে ‘অপরাজেয় ফেবারিট’ বলা হচ্ছে, সেই প্রসঙ্গে দুই অধিনায়কের প্রতিক্রিয়া ছিল বেশ তাৎপর্যপূর্ণ। এক সাংবাদিক প্রশ্ন তুললে সুর্যকুমার বিস্মিত ভঙ্গিতে পাল্টা প্রশ্ন করেন, 'কে বলল (ভারত ফেভারিট)? আমি তো শুনিনি।” তিনি আরও বলেন, “যদি প্রস্তুতি ভালো থাকে তবে মাঠে নামার সময় আত্মবিশ্বাসও আসে। আমরা কিছুদিন ধরে একসাথে আছি, দল হিসেবে ভালো প্রস্তুতি নিয়েছি। এশিয়া কাপে খেলতে মুখিয়ে আছি।” অন্যদিকে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা জানিয়ে দেন, টি-টোয়েন্টিতে কোনো দলকে ফেবারিট বলার সুযোগ নেই। তার ভাষায়, 'টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো দল ফেবারিট নয়। নির্দিষ্ট দিনে ভালো খেললেই জয় সম্ভব। কয়েক ওভারেই ম্যাচ ঘুরে যায়।'...