বাংলাদেশের প্রথম সারির পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে ঐতিহাসিকভাবে সরকারবিরোধী প্যানেলই বিপুল ব্যবধানে জয়ী হয়েছে। ব্যতিক্রম হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনেও। এই নির্বাচন প্রক্রিয়ার জাতীয় রাজনীতির প্রভাব থাকলেও বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব তৈরির এ মঞ্চে চূড়ান্ত পর্যায়ে প্রভাব বিস্তার করতে ব্যর্থ হয়েছে ক্ষমতাসীনরা। এবার ডাকসুর ইতিহাসে ঘটলো নতুন ইতিহাস। অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন।১৯২২ সালে প্রতিষ্ঠিত হয় ডাকসু।স্বাধীনতার পর কয়েকবার নির্বাচন হলেও ১৯৯০-এর দশকের পর থেকে নির্বাচন কার্যত স্থগিত হয়ে যায়। দীর্ঘ বিরতির পর সর্বশেষ ডাকসু নির্বাচন হয় ২০১৯ সালে, স্বৈরশাসক শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময়ে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ-পরবর্তী অন্তর্বর্তী সরকার (শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন প্রশাসন, ১৯৭২) কিংবা পরবর্তী কোনো অন্তর্বর্তী সরকারের আমলে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি।অর্থাৎ ২০২৫ সালের এই নির্বাচন হতে যাচ্ছে প্রথমবারের...