ছয় দশকেরও বেশি সময় ধরে একটানা সুনামের সঙ্গে কাজ করে আসছেন মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের জাঁদরেল অভিনেত্রী দিলারা জামান। যদিও বয়সের ভারে শরীর অনেকটা নিস্তেজ পড়েছে একুশে পদকপ্রাপ্ত এই অভিনেত্রী। তারপরও থেমে নেই তার কাজ। বর্ষীয়ান এই অভিনেত্রী এবার তার ভক্তদের সতর্ক করনে। সোশ্যাল মিডিয়ায় তার নামে ফেক আইডি খোলা হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে আইনি সহায়তাও নিচ্ছেন দিলারা জামান। স্পষ্ট জানিয়ে দিলেন, সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নন তিনি। তবে তার নামে বেশ কিছু আইডি ও পেজের দেখা মেলে। এবার এসব আইডি সম্পর্কে স্পষ্ট বার্তা দিয়ে এ অভিনেত্রী জানালেন, তিনি ফেসবুক ব্যবহার করেন না। কে বা কারা আমার নামে অ্যাকাউন্ট খুলেছে, আমি জানি না। বিষয়টি নিয়ে আমি ভীষণ বিরক্ত ও ইনসিকিউর ফিল করছি।’ নিজের ভক্ত ও দর্শকদের উদ্দেশে নন্দিত এই...