মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রাব্বানী এসব তথ্য জানান। গোলাম রাব্বানী বলেন, ‘সব কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। আমার সিনেট কেন্দ্রে ইতোমধ্যে ৮০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। অন্যান্য কেন্দ্রগুলোর যে খবর সেখানেও এমন তথ্য পেয়েছি।’ তিনি আরও বলেন, ‘কোনো কেন্দ্রে অভিযোগ পেলে প্রয়োজনে তারা সিসিটিভি ফুটেজ দেখবেন। কেউ ভুয়া অভিযোগ দিয়ে পার পাবে না। যথেষ্ট সিসিটিভি ক্যামেরা রয়েছে।’ উদয়ন কেন্দ্রে ৪টি হলের মধ্যে সূর্যসেন হলে ১৪৯৮টি ভোটের মধ্যে পড়েছে ১৩১৬টি। জসিমউদদীন হলে ১৩০৩ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১০১৭টি। জিয়া হলে ১৭৫৩ ভোটের মধ্যে ১৩১৫টি ভোট কাস্ট হয়েছে। শেখ মুজিব হলে ভোটারের সংখ্যা ১৬০৯। ওই হলে ভোট দিয়েছেন ১৩৯৩জন। শারিরীক শিক্ষা কেন্দ্রে তিনটি বুথের মধ্যে জগন্নাথ হলে মোট ভোটার সংখ্যা ২ হাজার ২২২ জন। কাস্ট হয়েছে...