মাত্র ১৯ বছর বয়সে আলোচনায় এসেছিলেন উসমান শিনওয়ারি। বিভাগীয় টি-টোয়েন্টি কাপের ফাইনালে মিসবাহ-উল-হকের নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেডের বিপক্ষে ৩.১ ওভারে ৫ রান দিয়ে ৫ উইকেট শিকার করে তাক লাগিয়ে দেন। সেই পারফরম্যান্সের পরই তাকে জাতীয় দলে ডাকা হয়। তবে ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স আন্তর্জাতিক মঞ্চে টিকিয়ে রাখতে পারেননি। ২০১৩ সালের ডিসেম্বরে শ্রীলংকার বিপক্ষে দুবাইয়ে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় শিনওয়ারির। তবে প্রথম ম্যাচেই মাত্র এক ওভার বল করে উইকেটশূন্য থেকে মাঠ ছাড়েন তিনি। এরপর আরও তিনটি টি-টোয়েন্টি খেলেন। ২০১৭ সালের অক্টোবরে শারজায় শ্রীলংকার বিপক্ষেই ওয়ানডে অভিষেক। ২০১৯ সালের ডিসেম্বরে রাওয়ালপিন্ডিতে শ্রীলংকার বিপক্ষে একমাত্র টেস্ট খেলেন শিনওয়ারি, সেটিই ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। শিনওয়ারির আন্তর্জাতিক ক্যারিয়ার তেমন লম্বা হয়নি মূলত পিঠের চোটের কারণে। বারবার চোট ফিরে আসায় নিয়মিত হতে পারেননি দলে।...